স্কেল-সংশোধনীর-আবেদন
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০১৯

সরকারি মাদরাসা

 

১.মাদরাসা -ই-আলিয়া,লালবাগ, ঢাকা । 
২.সিলেট সরকারি কামিল মাদরাসা ,সদর সিলেট । 
৩.সরকারি মুস্তাফাবিয়া কামিল মাদরাসা ,সদর বগুড়া ।

 

সরকারি  মাদ্রাসা-ই-আলিম, ঢাকা

১৯৪৭ সালে আলিয়া মাদরাসা কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। ঢাকায় দাপ্তরিকভাবে মাদরাসা-ই আলিয়া ঢাকা নামে পরিচালিত হলেও ঢাকা আলিয়া নামেই অধিক পরিচিত। ঢাকা আলিয়া মাদরাসার প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন খান বাহাদুর মাওলানা জিয়াউল হক।

বর্তমানে ঢাকা আলিয়ার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ। কলকাতা আলিয়া ঢাকায় স্থানান্তরিত হলেও কলকাতায় এখনো আলিয়া বিশ্ববিদ্যালয় নামে মাদরাসা বিদ্যমান রয়েছে।

ঢাকায় স্থানান্তরেরর পর প্রথমে লক্ষ্মীবাজারে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ)-এ মাদরাসার কার্যক্রম চলতে থাকে। পরে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান ১৯৫৮ সালের ১১ মার্চ ঢাকার বকশীবাজারে মাদরাসার চারতলাবিশিষ্ট নতুন ভবন ও ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নির্মাণ কাজ সমাপ্ত হলে ১৯৬১ সালে লক্ষ্মীবাজার থেকে বকশীবাজারে নিজস্ব ভবনে মাদরাসা স্থানান্তরিত হয়।

২০০৬ সালে ফাজিল এবং কামিলকে ডিগ্রি এবং অনার্সের সরকারি মান ঘোষণা দেয়ার পর ঢাকা আলিয়া মাদরাসা কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়। বর্তমানে ঢাকা আলিয়াসহ দেশের সব আলিয়া মাদরাসাকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে।

 

সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্‌রাসা,বগুড়া

 

 

সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্‌রাসা, বগুড়া অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র সরকারি ও স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। 
এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্‌রাসা  শিক্ষা অধিদপ্তরের  অধীনস্থ  একটি কামিল (স্নাতকোত্তর) মাদ্‌রাসা।


সরকারি আলিয়া মাদরাসা,সিলেট  

 

সিলেট শহরের প্রাণকেন্দ্র চৌহাট্টায় অবস্থিত। প্রতিষ্ঠানটি সিলেট সরকারি মহিলা কলেজের বিপরীত পার্শ্বে অবস্থিত।

প্রথম দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাশ সিলেট শহরের নইয়ুরপুল এলাকায় আঞ্জুমানে ইসলামিয়া নামে একটি ছোট বেসরকারি  মাদরাসা  ছিল। তৎকালীন আসাম সরকারের শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল মজীদ এ মাদ্রাসাটি সম্প্রসারণ ও সরকারিকরণের উদ্যেগ গ্রহণ করেন।
১৯১৩ সালে সরকার কলকাতা আলিয়া মাদরাসার  অধীনে সিলেট শহরের প্রাণকেন্দ্র চৌহাট্টায় একটি সিনিয়র মাদ্রাসা পুনঃস্থাপন করে।
১৯৩৩ সালে এ মাদ্ঢ্করাসাকে  সেকেন্ডারি বোর্ডের অধীনে নিউ স্কিমে হাই মাদরাসা  পরিণত করা হয়। 

পরবর্তীকালে এ মাদ্রাসাটিই সিলেট আলিয়া মাদরাসা  নামে পরিচিত পায়। আবু নসর ওহী'দের প্রচেষ্টায় সিলেট আলিয়া মাদরাসা  ১৯৩৫ সালে কামিল হাদীস মঞ্জুরি লাভ করে. সিলেট আলিয়া মাদরাসা দেশের আলিয়া মাদরাসা  ধারার প্রথম কামিল মাদ্রাসা।