মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বাস্তবায়নাধীন চলমান প্রকল্পসমূহ:
প্রকল্পের নাম |
প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত |
মন্তব্য |
Establishment of Madrash Edcucational Management and Information System (MEMIS) Support in the Directorate of madrasah Education. |
>>> প্রকল্পের PIU অনুযায়ী একজন PD প্রেষণে যোগদান করেছেন। সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার,সহকার প্রোগ্রামার এ্যসিটেন্ট সিস্টেম মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার,সিনিয়র ডাটা এন্ট্রি সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। >>> আউটসোর্সিং জনবল নিয়োগ সম্পন্ন হয়েছে। >>> প্রকল্পের ফার্ণিচার ক্রয়, এবং ইন্টেরিয়র ডেকোরেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। >>> আউটসোর্সিং মাধ্যমে মাইক্রোবাস ভাড়া নেওয়া হয়েছে। >>> মূল কম্পোনেন্ট SD-01 এবং SD-02 প্যাজেজের lot-01 and lot-02 এর সম্পন্ন হয়েছে। >>> সার্ভার,লোড বেলাঞ্জচার,কে ভি ম, >>> কর্মরত জনবল কে উচ্চতর প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ ৯৫% ভাগ সম্পন্ন হয়েছে। কর্মরত জনবল কে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করান হয়েছে। >>> MEMIS Application Software সফল ভাবে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। Software উন্নয়ন চলমান রয়েছে। >>> MEMIS সেল ইতোমধ্যে অধিদফতর কে বিভিন্ন ভাবে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান শুরু করেছে। >>> এমপিও ভুক্ত মাদ্রাসার ১,৪৭,৭৯৬ জন শিক্ষক-কর্মচারী ডাটা মাইগ্রেশন করা হয়েছে। >>> সেপ্টেম্বর ২০১৯ এমপিও হিসাব MEMIS-সফটওয়্যারে মধ্যমে প্রস্তুত করা হয়েছে। >>> অন-লাইনে আবেদন প্রকিয়া শুরু করা হয়েছে।
|
প্রকল্পটি চলমান প্রকল্পের প্রাক্কলিত ব্যয়-১০১২.৬১ লক্ষ টাকা (জিওবি) |